| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতজুড়ে আবারও বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ


ভারতজুড়ে আবারও বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ


শেখ আশরাফুল ইসলাম     05 May, 2025     02:29 PM    


ভারতজুড়ে আবারও শুরু হয়েছে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ। শনিবার (৩ মে) বিহারের আরারিয়ায় “অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড” কর্তৃক ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন কর্ণাটকের কোপ্পালেও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বিহারের অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইমারাতে শরীয়াহ’র সহ-সভাপতি মুফতী সোহরাব আলম নদভী। সমাবেশে বক্তারা ওয়াকফ সংশোধনী আইনের তীব্র সমালোচনা করেন এবং এটিকে “কালো আইন” হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা বলেন, আদানি ও আম্বানির মতো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছে সরকার। সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুফতী ইনামুল বারী, ক্বারী নিয়াজ আহমেদ, প্রাক্তন সাংসদ সরফরাজ আলম, বিধায়ক শাহনওয়াজ আলম, আবিদুর রহমান, কানহাইয়া কুমার, ফয়সাল জাভেদ ইয়াসিন, শাদ প্রমুখ। 

একই দিনে কর্ণাটকের কোপ্পালে হওয়া বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ। মিছিল পূর্ব সমাবেশে ধর্মীয় নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। এই বিক্ষোভে বেশ কয়েকজন কংগ্রেস নেতাও অংশগ্রহণ করেছিলেন। কংগ্রেস সাংসদ কে. রাজশেখর ওয়াকফ আইন সংশোধনের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন।

স্থানীয় আলেম হাফেজ মাওলানা মুহিউদ্দিন উদ্বেগ প্রকাশ করে বলেন, মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো শক্তিশালী শিল্পপতিরা ইতোমধ্যেই মুম্বাইয়ের ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়েছেন। মুসলিমদের ক্ষতি করে এই ধরনের কর্পোরেট স্বার্থকে লাভবান করার জন্য এই সংশোধনীটি তৈরি করা হয়েছে।

সূত্র : মুসলিম মিরর